ওরা চেয়েছিল লাশ ফেলো, সরকার পড়বে, পাল্টা লাশ চাইনি আমি

এ বার লন্ডনে চলল শেখ হাসিনার বক্তৃতা
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে শেখ হাসিনা আঙুল তুললেন বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে।
আমেরিকার পরে রবিবার ব্রিটেনের এক সভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনে আওয়ামী লীগের সমর্থকেরা সেই সভার আয়োজন করেছিলেন। ভার্চুয়াল মাধ্যমে সেই সভাতেই ভাষণ দিলেন হাসিনা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ নিয়ে তিনি আঙুল তুললেন বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দিকে। এমন কী আওয়ামীলীগ হাজারো নেতা কর্মীদের খুন করছে ইউনুস সরকার বলে দাবি করেন তিনি।
তিনি আরো জানান যে, বাংলাদেশে এখন মন্দির, মাজার নীদনের কাজে লেগেছে ইউনুসেরা। খুন করা হচ্ছে পুলিশ বাহিনীর লোকজনকে। আগুন দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে তার দলের লোকজনকে।
এদিকে, হাসিনা এ-ও দাবি করেছেন, তিনি কাউকে খুন করেননি। যাঁরা এখন খুন করছেন, তাঁদের বিচার এক দিন হবেই বলেই মন্তব্য করেন মুজিবুর-কন্যা।
এর পরেই প্রশ্ন উঠছে, ‘অজ্ঞাতবাস’ কাটিয়ে তবে কি ধীরে ধীরে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন হাসিনা?
অন্যদিকে,প্রশ্ন উঠছে ইউনুস সরকার কী তাহলে হাসিনা সরকারের দেখানো পথে হাটছেন?




পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন