সিলেট মদন মোহন কলেজে ছাত্রলীগের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক :: শিক্ষাঙ্গনে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট মদন মোহন কলেজ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ. এম. বদরুজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দীকি নাজমুল আলমের স্বাক্ষরিত একটি প্যাডে বুধবার ৫ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. শাহিনুর রহমান (রাষ্ট্রবিজ্ঞান) এবং সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুল্লাহ আল মামুন (ব্যবস্থাপনা)।
এছাড়া কমিটিতে অন্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ মহসিন আহমদ, দপ্তর সম্পাদক রুবেল আহমদ, অর্থ সম্পাদক তানভীর হাসান, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম এবং ছাত্রী বিষয়ক সম্পাদক রেশমা বেগমসহ অন্যান্যরা।
কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন— নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও সেশনজটমুক্ত, প্রগতিশীল ক্যাম্পাস গঠনে ভূমিকা রাখবে।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন