গোলাপগঞ্জে অভিযানে সরকারি অর্ধ কোটি টাকার ভূমি উদ্ধার

গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ
দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিয়নের সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
জানা যায়, অভিযানে সরকারি খাস খতিয়ানের ২৬৮/৩৭৬ নং দাগের হালট শ্রেণীর ০.০৫৫০ একর ভূমিতে সরকারের বিনা অনুমতিতে অবৈধভাবে দীর্ঘদিন যাবত সোনাপুর গ্রামে আব্দুল আহাদ গংরা ভোগ দখল করে আসছিলেন। মঙ্গলবার সকালে অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জমির মুল্য প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়াও জেলা পরিষদ নির্মিত একটি যাত্রী ছাউনির উপর অবৈধভাবে স্তুপকৃত বাশ অপসারণ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এর একটি দল সহায়তা করে।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন