বড়লেখায় পৃথক মামলায় আওয়ামী লীগ নেতা ও মা-ছেলেসহ গ্রে’প্তার ৪

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক মামলায় এক আওয়ামী লীগ নেতা ও মা-ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১১ নভেম্বর) রাতে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল রহিম এবং উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বড়খলা গ্রামের সফিক আলীর স্ত্রী সুফিয়া বেগম, তার ছেলে জাহেদ আহমদ ও জামিল আহমদ।
পুলিশ সূত্র জানায়, একটি রাজনৈতিক দলের এক নেতার করা জি.আর মামলায় (নং-১১৭/২৪) সন্দিগ্ধ আসামি হিসাবে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল রহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে সি.আর মামলায় (নং-৩৩০/২৪) সুফিয়া বেগম ও তার দুই ছেলে জাহেদ আহমদ ও জামিল আহমদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত মঙ্গলবার রাতে জানান, আসামিদে গ্রেপ্তারপূর্বক বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদের কারাগারে পাঠানো হয়।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন