সিলেট সিটি নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে বেকসুর খালাস

সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সিলেট সিটি নির্বাচনের সাবেক মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমসহ বিএনপির শতাধিক নেতাকর্মীকে বেকসুর খালাস
দিয়েছেন আদালত। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে সিলেটের এয়ারপোর্ট থানায় দায়ের করা একটি মামলার আসামি ছিলেন তারা।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর আদালত এ আদেশ দেন।
মামলা থেকে খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ। তিনিও ওই মামলার আসামি ছিলেন। ওই মামলার আসামি ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়রপ্রার্থী বদরুজ্জামান সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৭০ নেতাকর্মী।
এ ব্যাপারে আসামিপক্ষের আইনজীবী সাঈদ আহমদ জানান, আওয়ামী ফ্যাসিস্টরা মিথ্যা মামলাটি দায়ের করেছিল। আদালত মিথ্যা মামলাটি থেকে অভিযুক্তদের খালাস দিয়েছেন।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন