ঈদগাহে আবারও রাজনৈতিক কর্মীর ওপর হামলা, আতঙ্কে সাধারণ মানুষ

সিলেট শহরের ঈদগাহ এলাকায় অবস্থিত মতিন স্টোরের সামনে আজ রাত আনুমানিক ৮টার দিকে ঘটে যায় আরেকটি আতঙ্কজনক ঘটনা।
আওয়ামী লীগ ঘনিষ্ঠ রাজনৈতিক কর্মী সালাহ উদ্দিন আহমদ পরিবারের জন্য বাজার করতে গেলে পূর্বপরিচিত কিছু সন্ত্রাসী তাকে আক্রমণ করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ৩ জনের একটি দল তাকে অনুসরণ করে মতিন স্টোরের সামনে এসে প্রথমে পেছন দিক থেকে আক্রমণের চেষ্টা চালায়।
তাদের হাতে থাকা লোহার রড ও ধারালো বস্তু দেখে সালাহ উদ্দিন দৌঁড়ে নিকটস্থ দোকানে ঢুকে আত্মরক্ষা করেন।
এ সময় দোকানের কর্মচারীরা দ্রুত দরজা বন্ধ করে দেন এবং হামলাকারীরা কিছুক্ষণ চেঁচামেচির পর এলাকা ত্যাগ করে।
হামলার পর সালাহ উদ্দিন বলেন,
“এই ব্যক্তিদের আমি আগে থেকেই চিনি। তারা বিরোধী দলের রাজনীতির সঙ্গে জড়িত। তারা গতবার আমাকে শপিং মলে হামলা করতে ব্যর্থ হয়েছিল, তাই আজ আবার চেষ্টা করেছে। আমি আর বাংলাদেশে নিরাপদ না।”
এ ঘটনার ফলে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন