সিলেট-১ আসনে সবার আগে প্রচারণা শুরু করেছেন আরিফ

সিলেট-১ আসনে সবার আগে প্রচারণা শুরু করেছেন
সাবেক সিসিক মেয়র ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১১ জুলাই) বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি নির্বাচনী প্রচারণা শুরুর কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী- আগামী বছরের এপ্রিলে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।
সাবে অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এর স্মৃতিচারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, ওই মসজিদে সাবেক অর্থমন্ত্রী তাঁর মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত এই মসজিদে নামাজ আদায় করেছেন। এই মসজিদের উন্নয়নে তার অবদান অভূতপূর্ব।
গুরুত্বপূর্ণ এই আসনে এবার সকলের অনুমতি নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার কথা জানালেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
শুক্রবার (১১ জুলাই) সিলেট বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমআর নামাজ আদায় করে মসজিদ প্রাঙ্গনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি এসময় বলেন- এ বিভাগের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে সিলেট-১ আসনে চাই। তিনি যদি এ আসন থেকে নির্বাচন করেন তবে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত হবেন এবং সিলেটের মানুষের প্রত্যাশা পূরণ হবে। আর যদি কোনো কারণে তিনি এখানে না আসতে চান তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সিলেটের মুরুব্বিয়ানসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়ে- সবার ইজাজত নিয়ে আজ জুমআর নামাজ পড়ে এখান থেকে আমি আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন- এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন। সব মিলিয়ে আমি আজ এখান থেকেই আমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন