সন্ধ্যা ৭:৩০ মিনিটে লাল সবুজের জার্সি গায়ে দিয়ে মাঠে নামবেন হামজা

মেঘালয়ের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম প্রস্তুত। প্রস্তুত বাংলাদেশ এবং ভারতের ফুটবল দল। অপেক্ষায় দুই দেশের সমর্থকরা। সবকিছু চূড়ান্ত। এবার অপেক্ষা মাঠের লড়াইয়ের।
মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের
ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। জিতলেই চূড়ান্ত পর্বের পথে এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ। এমন সুযোগ কাজে লাগাতে কঠোর অনুশীলনে নিজেদের প্রস্তুত করে নিয়েছে দল দু’টি।
ম্যাচটিতে হামজা চৌধুরীকে নিয়ে ভীষণ আশাবাদী জামাল ভূঁইয়ারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা নতুন পথ দেখাতে পারেন বাংলাদেশের ফুটবলকে। দেখাতে পারেন বিজয়ের পথ। হামজাকে ঠেকাতে ভারত দলে ফিরিয়েছে সুনীল ছেত্রীকে। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হতে চায় দলটি। গত কয়েক সপ্তাহে তর্কবিতর্কে বাংলাদেশ-ভারত ম্যাচটা হয়ে উঠেছে এক ভিন্ন লড়াই। এটা আর এখন কেবল ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নেই!
বাংলাদেশের সমর্থকরা স্বপ্ন দেখছেন, হামজা চৌধুরীর হাত ধরেই ফিরবে ফুটবলের সোনালি দিন। ভারত ম্যাচ দিয়েই নতুন দিগন্তের উন্মোচন হবে। কেবল সমর্থকরাই নয়, ফুটবলারদের মনেও নতুন আশা উঁকি দিয়েছে। জামাল ভূঁইয়া যেমন সংবাদ সম্মেলনে বলেই দিলেন, দলের সবার মধ্যেই আছে জয়ের আশা। সে আশাই পূরণ করার দিন আজ।
স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ ২৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে মাত্র ৮ ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের জার্সিধারীরা। ড্র করেছে ৬টিতে। বাকি ১৫টিতেই হেরেছে। সফলতার হার ২৭ দশমিক ৫৯ শতাংশ। বাংলাদেশ জাতীয় দলের কোচদের মধ্যে ঠিক ২৯ ম্যাচে দায়িত্ব পালন করেন ইংলিশ কোচ জেমি ডে। তিনি ২৯ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে দলকে জয় উপহার দিয়েছেন। ড্র এনে দিয়েছেন ৫টিতে। পরাজয়ের সংখ্যা কাবরেরার সমান ১৫টি। জেমি ডের সফলতার হার ছিল ৩১ দশমিক শূন্য তিন শতাংশ। আজকের ম্যাচেই রেকর্ড গড়তে চলেছেন কোচ কাবরেরা। সর্বোচ্চ ৩০ ম্যাচে কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন