আইপিএল নিলামে রেকর্ড ভাঙা-গড়ার খেলা এবার সবচেয়ে বেশি, ২৭ কোটিতে বিক্রি হলেন রিশাভ পান্ত

আইপিএল ফ্রাঞ্চাইজিগুলো এবার ব্যাটার-বোলারের চেয়ে যেন অধিনায়কের দিকেই সবচেয়ে বেশি জোর দিচ্ছে। অধিনায়ক ভালো হলে দলও ভালো করবে, এমন একটা ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে। সে কারণে, গত আইপিএল বিজয়ী স্রেয়াশ আয়ারের নাম যখন নিলামে উঠলো, তখন তাকে পেতে ঝাঁপিয়ে পড়েছিলো বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি।
শেষ পর্যন্ত তাকে ২৬.৭৫ কোটি রুপিতে জয় করে নিতে পেরেছিলো পাঞ্জাব কিংস। এবার ভারতের আরেক স্থানীয় ক্রিকেটারকে নিয়ে নিলামে হলো তুমুল লড়াই। তিনিও অধিনায়কত্ব করার যোগ্যতা সম্পন্ন। গত আসরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। লখনৌ সুপার জায়ান্টস গত আসরে নেতৃত্বের দুর্বলতায় ভুগেছিলো।
যে কারণে এবার তারা রিশাভ পান্তকে পেতে কোমর বেধে নেমেছিলো আইপিএলের মেগা নিলামে। যার ফলে দেখা গেলো, স্রেয়াশ আয়ারের রেকর্ড ভাঙার কয়েক মিনিট পরই আইপিএলের নিলাম ইতিহাসে সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার হয়ে গেলেন রিশাভ পান্ত। লখনৌ সুপার জায়ান্টস পান্তকে কিনে নিলো ২৭কোটি রুপিতে।




পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন