শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত পনেরো বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে। আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরনপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে।
তিনি আরও বলেন, যারা শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে তারা এখন তা ভোগ করবেন। কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। ৯০ শতাংশ গার্মেন্টস আওয়ামীদের হওয়ায় সেখানে নৈরাজ্য চলছে।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন