৭ মাসেই বিদায় গিলেস্পির, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন যিনি
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১০ কার্তিক, ১৪৩২
           

৭ মাসেই বিদায় গিলেস্পির, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন যিনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
৭ মাসেই বিদায় গিলেস্পির, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন যিনি

মাত্র ৭ মাসের মাথায় পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাচ্ছেন জেসন গিলেস্পি। পাকিস্তানের ক্রিকেটে চলমান পরিবর্তনের হাওয়ায় আসন হারাতে চলেছেন এই সাবেক অস্ট্রেলিয়ান পেসার। গিলেস্পির জায়গায় পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন দেশটির সাবেক পেসার আকিব জাভেদ।

পাকিস্তানের কোচের পদে পরিবর্তনের খবরটি দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। তারা জানিয়েছে, সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকেই গিলেস্পির ছাঁটাই এবং নতুন কোচ হিসেবে আকিব জাভেদের নিয়োগের ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে সফরকারী পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে গিলেস্পির সংক্ষিপ্ত মেয়াদকাল শেষ হচ্ছে।


গত এপ্রিলে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে চার বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় পাকিস্তান।

 গত অক্টোবরে সাদা বলেও ভারপ্রাপ্ত কোচ হিসেবে গিলেস্পির নাম ঘোষণা করে পিসিবি। তার অধীনে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ হারের স্বাদ দেয় পাকিস্তান।

আকিব জাভেদ সম্প্রতি পাকিস্তানের ছেলেদের দলের নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে সেই দায়িত্ব বেশিদিন পালনের সুযোগ হলো না তার। পাকিস্তানের হেড কোচ হিসেবে আকিব পিসিবির প্রথম পছন্দ ছিলেন না। তিন ফরম্যাটের কোচ হিসেবে গিলেস্পিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দিতে প্রাথমিক আলোচনাও শুরু করেছিল তারা। কিন্তু সাদা বলের কোচের দায়িত্ব পালনের জন্য বর্তমান চুক্তিতে পাওয়া বেতনের সঙ্গে অতিরিক্ত বেতন দিতে রাজি ছিল না পিসিবি। অতিরিক্ত দায়িত্বের জন্য বাড়তি বেতন না দিতে পিসিবি রাজি না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন গিলেস্পি। ফলে পিসিবিও তাকে আর লাল বলের দায়িত্বে রাখতে আগ্রহ দেখায়নি। তিন ফরম্যাটের জন্য নতুন কোচের খোঁজ করছিল তারা। অবশেষে আকিবের ওপর দায়িত্ব সঁপে দিচ্ছে তারা।


তবে, পিসিবির এক অফিসিয়াল জানিয়েছেন ভিন্ন কথা। পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে গিলেস্পি পাকিস্তানে পর্যাপ্ত সময় না কাটানোয়। একই অজুহাত গ্যারি কারস্টেনের বেলায়ও দেখিয়েছিল পিসিবি। এই প্রোটিয়া কোচের পরিবর্তেই সাদা বলের কোচের দায়িত্বও চেপেছিল গিলেস্পির ওপর। কিন্তু গিলেস্পির দাবি, তার চুক্তিতে যেসব দিন পাকিস্তানে থাকার দাবি করা হয়েছিল, তিনি চুক্তি অনুযায়ী প্রতিটি দিন পাকিস্তানে কাটিয়েছেন। এর পাশাপাশি, তিনি শাহীনের ডারউইন সফর বিনা পারিশ্রমিকে করেছেন শুভেচ্ছা প্রদর্শনের জন্য।

তবে, গিলেস্পিকে পাকিস্তানে কত সময় কাটাতে হবে, তা বর্তমানে একটি বিতর্কিত বিষয়। আগামী দুই মাস কোনো ফরম্যাটেই ঘরের মাঠে পাকিস্তানের ম্যাচ নেই। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সরাসরি জিম্বাবুয়ে সফরে যাবে। এরপর তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পা রাখবে। ঘরের মাঠে পাকিস্তানের পরবর্তী খেলা আগামী বছর জানুয়ারির শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে তাদের একমাত্র সাদা বলের সিরিজ ফেব্রুয়ারিতে, দক্ষিণহ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত তিন জাতির সিরিজ। 
 

গোলাপগঞ্জের ১০ নং উত্তর বাদপাশা ইউনিয়নের মফজ্জিল আলী স্কুলের কাজ শুরু ।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
গোলাপগঞ্জের ১০ নং উত্তর বাদপাশা ইউনিয়নের মফজ্জিল আলী স্কুলের  কাজ শুরু ।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী মফজ্জিল আলী দ্বী পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সংস্কার কাজ চলিতেছে।

নোট অব ডিসেন্টকে বাস্তবায়ন করার প্রশ্নই আসে না: আখতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৪:৩৬ অপরাহ্ণ
নোট অব ডিসেন্টকে বাস্তবায়ন করার প্রশ্নই আসে না: আখতার

জুলাই সনদে স্বাক্ষর করলেও স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

এসময়, আখতার হোসেন বলেন, অনেক রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও তারা দুই ভাগে ভাগ হয়ে গেছে। কেউ সনদ থেকে স্বাক্ষর মুছে ফেলার চেষ্টা করছে আবার কেউ জুলাই সনদ যেন বাস্তবায়ন না হয় সেজন্য উঠেপড়ে লেগেছে।

জুলাই সনদে স্বাক্ষরের প্রসঙ্গে বলেন, এই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার অগ্রগতি হলেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। একইসাথে, জুলাই সনদে প্রস্তাবিত বিষয়গুলো বাস্তবায়ন করে ২০২৬ সালে সংশোধিত সংবিধান প্রণয়ন করার দাবিও জানিয়েছে দলটি।

আরপিও সংশোধনী প্রস্তাব সম্পর্কে বলেন, আমরা এই সংশোধনী প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছি। তবে বিএনপি ইতোমধ্যে এই সংশোধনী বাস্তবায়ন না করতে আইন উপদেষ্টার কাছে চিঠিও দিয়েছে।

যদি কোনো দলের কারণে প্রস্তাবিত সংস্কারের বিষয়ের গতিপথ পরিবর্তন হয় তাহলে আমরা ধরে নিবো, লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠক অনুসারে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন, জাতীয় স্বার্থে ও দেশের প্রয়োজনে যদি জোটবদ্ধ নির্বাচন করার প্রয়োজন থাকে তাহলে তখন আমরা ভেবে দেখবো। এখনো কোনো দলের সাথে জোট যায়নি এনসিপি।

সংস্কার কমিশনে রাজনৈতিক দলগুলোর নোট অব ডিসেন্ট সম্পর্কে বলেন, নোট ডিসেন্টকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কমিশন যে সিদ্ধান্ত নিবে তার কোনো গুরুত্বই থাকবে না। ঐক্যমত্য কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে। এখানে, নোট অব ডিসেন্টকে বাস্তবায়ন করার প্রশ্নই আসে না।

আর্থিক লেনদেন নিয়ে বিরোধ, শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ
আর্থিক লেনদেন নিয়ে বিরোধ, শাহবাগে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং ঢাকা বিভাগীয় সমন্বয় সভা চলাকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ওই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ইউসুফ নামে বংশাল থানার এক কর্মী আহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের শোয়েব নামে এক নেতাকে জানানো হলে তিনি মোহাম্মদপুর থানার রিয়ান নামে এক নেতাকে সহযোগিতার দায়িত্ব দেন।

বংশাল থানা এনসিপির রাজনীতিতে সক্রিয় দাবি করে সৌরভ নামের একজন বলেন, দুই মাস আগে আমরা ব্যবসার একটি কাজে মোহাম্মদপুর গিয়েছিলাম। আমাদের থানা এনসিপির নেতা ইমতিয়াজ ভাই আমাদের সঙ্গে ছিলেন। তখন মোহাম্মদপুর এনসিপির নেতা রিয়ান আমাদের থেকে দুই লাখ টাকা নেয়। এখন আর ফেরত দিচ্ছে না। এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে আগেই জানিয়েছি আমরা।

তিনি আরও বলেন, আজ সমন্বয় সভায় রিয়ানকে দেখতে পেয়ে আমরা টাকা চাই। কিন্তু সে টাকা দিতে অস্বীকৃতি জানায়। কথা বলার একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা করে। আমরাও পাল্টা হামলা করি।