দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

একটা সময় যে মালদ্বীপকে পাত্তায় দিত না বাংলাদেশ, সেই দলটার বিপক্ষে এখন জিততেই পারে না লাল-সবুজের প্রতিনিধিরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় গত বুধবার (১৩ নভেম্বর) তাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় একই ভেন্যুতে মালদ্বীপের মুখোমুখি হবে স্বাগতিকরা।
চলতি বছর এখন পর্যন্ত খেলা সাত ম্যাচের ৬টিতেই হেরেছে বাংলাদেশ। সবশেষ গত বুধবার মালদ্বীপের বাজেভাবে হেরেছে তপু-মোরসালিনরা। মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে এটিই বাংলাদেশের প্রথম হার। প্রথম ম্যাচের হার যে দলকে তাড়িয়ে বেড়াচ্ছে, তা সোহেলের কথায় স্পষ্ট। ‘প্রথম ম্যাচ খেলার পর (বৃহস্পতিবার) আমাদের হোটেলে রিকভারি সেশন ছিল। সবাই ভালোভাবে রিকভারি করতে পেরেছি। অল্প সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে হবে।’




পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন