২০২৪ সালে সিলেটে বয়ে গেল যত ঘটনা ২৩ খুন, ৬ ডাকাতি, ৫৪ ছিনতাই ও ১৪৮ চুরি


চুরি ও ছিনতাই: নগরীতে প্রতিদিন বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। ৫ আগস্টের পর থেকে পুলিশের টহল জোরদার না থাকায় সিলেটে বেড়েছে চুরি ছিনতাইয়ের ঘটনা। দিনের বেলাতেও অস্ত্র ব্যবহার করে টাকা লুটের ঘটনা ঘটেছে। বেড়েছে বাসা-বাড়িতে চুরি। এতে জনমনে উৎকন্ঠা বেড়েই চলেছে। গত ২০২৪ সালে ৫৪টি ছিনতাইয়ের ঘটনা ও ১৪৮টি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। উল্লেখযোগ্য কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনার মধ্যে রয়েছে।
গত ২রা নভেম্বর বেলা বারোটার দিকে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইকারীরা ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড এর নগদ ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন।
নগরীতে দিন দুপুরে দুই সহোদরকে জিম্মি করে জমি কেনার ৪২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
৯ ডিসেম্বর বেলা পৌনে ২টার দিকে শিবগঞ্জ ফরহাদ খাঁর পুল সংলগ্ন ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। এর আগে নগরীর টিলাগড় পিউরিয়া ফুড প্রোডাক্টস লি: এর সামন থেকে প্রাইভেট কার ঢাকা মেট্রো গ – ১২-৫২১৪ নাম্বারের গাড়িটি ছিনতাই হয়। ছিনতাই পরপর্তীতে শাহ পরাণ (র:) থানায় অভিযোগ করেন গাড়ির মালিক। উপশহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আবুল হোসেন চুরি হওয়া গাড়ি উদ্ধার করতে সক্ষম হোন।
এর আগে নগরীর শিবগঞ্জ ও সাদিপুরে মধ্য স্থান থেকে রসুন বুঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করে। আটক এক যুবক বলেন, সন্ধ্যার সময় ১৭০ বস্তা চাইনিজ রসুন নিয়ে একটি ডিআই ট্রাক কালীঘাট থেকে জৈন্তাপুর যাচ্ছিলো। শিবগঞ্জ আসার পর হাতিম আলী মাজার থেকে সাদিপুর এর মধ্যে আসতেই কিছু লোক মোটরসাইকেল দিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে ও লুটেরারা সিএনজি টমটম রিকসাযোগে গাড়ি থেকে প্রায় দেড়শ বস্তা রসুন ছিনতাই করে নিয়ে যায়।
গত ২৯ অক্টোবর সিলেট নগরীর রায়নগর এলাকায় বাসার ভেতর থেকে একটি নতুন মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কতোয়ালী থানায় ওই গাড়ির মালিক হোসেন আহমদ সিদ্দিকী দেরিতে হলেও ৯ নভেম্বর একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নম্বর ৭১৫। সেই মোটরসাইকেলটিও উদ্ধারে কোনো অগ্রগতি নেই।
গত ২রা অক্টোবর আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে শাহজালাল উপশহরের ডি-বøকের ২৫ নম্বর সড়কের ২ নম্বর বাসার বাসিন্দা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের বাসা থেকে একটি ‘আইফোন-১৩’ চুরি হয়। ভোরবেলা ঘুম থেকে মোবাইল না পেয়ে তিনি পরদিন ৩ অক্টোবর শাহপরান (রহ) থানায় সাধারণ ডায়েরী (নম্বর-১৯২) করেন। ভ‚ক্তভোগীরা বলছেন, প্রায় সময় এ রকম ঘটনা ঘটছে। নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা।
নগরীর করেরপাড়ায় দুর্গাপূজার সময় দুটি চুরির ঘটনা ঘটেছে। প্রথমটি করেরপাড়ায় পয়েন্টের বাসায়। পরিবারটি ঢাকায় থাকায় চুরির ঘটনা ঘটে। চোরেরা পুরো ঘর তছনছ করে একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের কেউ পুলিশকে জানায় নি। তবে তাদের এক নিকট আত্মীয় বিষয়টি এই প্রতিবেদককে অবহিত করেন। ওই সময় আরেকটি চুরির ঘটনা ঘটে করেরপাড়ার সতীশ সরণি এলাকায়। পূজার সময় ওই বাসার ভিতর প্রবেশ করে স্বর্ণসহ অনেক টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, দূরবর্তী এলাকা থেকে বাসযোগে আসা যাত্রী ও চাকরিজীবী মানুষ ছিনতাইকারীদের মূল টার্গেট। তারা বিভিন্ন জায়গা থেকে বন্দরবাজার আসার সময় সিএনজি অটোরিকসার যাত্রীরা প্রায় প্রতিদিন মোবাইল, টাকা চুরির শিকার হচ্ছেন। একটি চক্র চারজন যাত্রী নিয়ে আগেই বসে থাকে। শুধু একজন যাত্রীর অপেক্ষায় বসে থাকে। তারপর সময় বুঝে ওই একজন যাত্রীর কাছ থেকে সবকিছু নিয়ে মাঝপথে গাড়ির সমস্যা দেখিয়ে নামিয়ে চম্পট দেয়।
আইনজীবীসহ সচেতনমহল বলছেন, জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাদের মনোবল কিছুটা ভেঙে গেছে। তাদের টহলও আগের মতো জোরদার নয়। এই সুযোগে চুরি-ছিনতাই বেড়েছে। পুলিশ সংগঠিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত।
সদ্য বিদায়ী বছর ২০২৪ এ সিলেট নগরীর ক্রমঅবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম পিপিএম (সেবা) ইংরেজী নতুন ২০২৫-এ সিলেট মেট্রোপলিটন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আরো উন্নতকরার লক্ষে পুলিশ সর্বাত্ত প্রচেষ্টা অব্যাবহত থাকবে। তিনি বলেন- সিলেট মেট্রোপলিটন এলাকায় অপরাধী সনাক্ত করণের লক্ষে যেসব সিসি ক্যামেরা বিকল অবস্থায় রয়েছে সেগুলো সচল করা হবে। যেসব এলাকা সিসি ক্যামেরার আওয়তায় নেই সেইসব এলাকা সিসি ক্যামেরার আওয়তায় নিয়ে আসার প্রচেষ্টা চালানো হবে।
আপনার মতামত লিখুন