পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার

রেজা হেনড্রিক্সের ১ম টি টোয়েন্টি সেঞ্চুরির দিনে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ২-০ তে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সায়েম আইয়ুবের ৯৮ রানের ইনিংসে ৫ উইকেটে ২০৬ রান করেছিল পাকিস্তান। কিন্তু হেনড্রিক্সের ব্যাটে ৩ বল আগে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা।
সেঞ্চুরিয়ানে আগে ব্যাটিং করতে নেমে ধিরস্থির শুরু করে পাকিস্তান। ১৩ বলে ১১ রান করে অধিনায়ক রিজওয়ান ফিরলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে বাবর আজমকে সাথে নিয়ে দলের ইনিংস মেরামত করেন সাইম আইয়ুব। ৩১ রান করে বাবর পরাস্থ হন লিন্ডের বলে। ১০৩ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।
শেষ পর্যন্ত আইয়ুবের অপরাজিত ৯৮ আর ইরফানের ৩০ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২০৬ রান করে পাকিস্তান। বড় স্কোর তাড়া করতে নেমে দলিয় ৬ রানে ওপেনার রায়ান রিকিলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ২৯ বলে ফিফটি করার পর ৫৪ বলে ৯টি ছক্কা আর ৬টি চারের মারে শতক হাকান হেনড্রিক্স। ভ্যান ডার ডুসানও ৩৩ বলে ফিফটি তুলে নেন। এই দুই ব্যাটারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।



পার্টির সদস্য সচিব আখতার হোসেন।
ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন