৭ মাসেই বিদায় গিলেস্পির, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন যিনি
তারিখ লোড হচ্ছে...
সর্বশেষ লাইভ ই-পেপার
       
খুঁজুন                
                               
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১২ কার্তিক, ১৪৩২
           

৭ মাসেই বিদায় গিলেস্পির, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন যিনি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ
৭ মাসেই বিদায় গিলেস্পির, পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন যিনি

মাত্র ৭ মাসের মাথায় পাকিস্তানের প্রধান কোচের চাকরি হারাচ্ছেন জেসন গিলেস্পি। পাকিস্তানের ক্রিকেটে চলমান পরিবর্তনের হাওয়ায় আসন হারাতে চলেছেন এই সাবেক অস্ট্রেলিয়ান পেসার। গিলেস্পির জায়গায় পাকিস্তানের নতুন কোচ হচ্ছেন দেশটির সাবেক পেসার আকিব জাভেদ।

পাকিস্তানের কোচের পদে পরিবর্তনের খবরটি দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। তারা জানিয়েছে, সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকেই গিলেস্পির ছাঁটাই এবং নতুন কোচ হিসেবে আকিব জাভেদের নিয়োগের ঘোষণা দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে সফরকারী পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তান ২-০ ব্যবধানে সিরিজ হেরে গেছে। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে গিলেস্পির সংক্ষিপ্ত মেয়াদকাল শেষ হচ্ছে।


গত এপ্রিলে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান। তার অধীনে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। তবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে চার বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় পাকিস্তান।

 গত অক্টোবরে সাদা বলেও ভারপ্রাপ্ত কোচ হিসেবে গিলেস্পির নাম ঘোষণা করে পিসিবি। তার অধীনে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ২২ বছর পর ওয়ানডে সিরিজ হারের স্বাদ দেয় পাকিস্তান।

আকিব জাভেদ সম্প্রতি পাকিস্তানের ছেলেদের দলের নির্বাচক কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তবে সেই দায়িত্ব বেশিদিন পালনের সুযোগ হলো না তার। পাকিস্তানের হেড কোচ হিসেবে আকিব পিসিবির প্রথম পছন্দ ছিলেন না। তিন ফরম্যাটের কোচ হিসেবে গিলেস্পিকে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দিতে প্রাথমিক আলোচনাও শুরু করেছিল তারা। কিন্তু সাদা বলের কোচের দায়িত্ব পালনের জন্য বর্তমান চুক্তিতে পাওয়া বেতনের সঙ্গে অতিরিক্ত বেতন দিতে রাজি ছিল না পিসিবি। অতিরিক্ত দায়িত্বের জন্য বাড়তি বেতন না দিতে পিসিবি রাজি না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন গিলেস্পি। ফলে পিসিবিও তাকে আর লাল বলের দায়িত্বে রাখতে আগ্রহ দেখায়নি। তিন ফরম্যাটের জন্য নতুন কোচের খোঁজ করছিল তারা। অবশেষে আকিবের ওপর দায়িত্ব সঁপে দিচ্ছে তারা।


তবে, পিসিবির এক অফিসিয়াল জানিয়েছেন ভিন্ন কথা। পিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে গিলেস্পি পাকিস্তানে পর্যাপ্ত সময় না কাটানোয়। একই অজুহাত গ্যারি কারস্টেনের বেলায়ও দেখিয়েছিল পিসিবি। এই প্রোটিয়া কোচের পরিবর্তেই সাদা বলের কোচের দায়িত্বও চেপেছিল গিলেস্পির ওপর। কিন্তু গিলেস্পির দাবি, তার চুক্তিতে যেসব দিন পাকিস্তানে থাকার দাবি করা হয়েছিল, তিনি চুক্তি অনুযায়ী প্রতিটি দিন পাকিস্তানে কাটিয়েছেন। এর পাশাপাশি, তিনি শাহীনের ডারউইন সফর বিনা পারিশ্রমিকে করেছেন শুভেচ্ছা প্রদর্শনের জন্য।

তবে, গিলেস্পিকে পাকিস্তানে কত সময় কাটাতে হবে, তা বর্তমানে একটি বিতর্কিত বিষয়। আগামী দুই মাস কোনো ফরম্যাটেই ঘরের মাঠে পাকিস্তানের ম্যাচ নেই। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে সরাসরি জিম্বাবুয়ে সফরে যাবে। এরপর তারা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকায় পা রাখবে। ঘরের মাঠে পাকিস্তানের পরবর্তী খেলা আগামী বছর জানুয়ারির শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে তাদের একমাত্র সাদা বলের সিরিজ ফেব্রুয়ারিতে, দক্ষিণহ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত তিন জাতির সিরিজ। 
 

সিলেট বিভাগের মনোয়নপ্রত্যাশীদের নিয়ে তারেক রহমানের বৈঠক, ‘সিগন্যাল পাননি কেউ’

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:৫৬ পূর্বাহ্ণ
সিলেট বিভাগের মনোয়নপ্রত্যাশীদের নিয়ে তারেক রহমানের বৈঠক, ‘সিগন্যাল পাননি কেউ’

সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকেলে সিলটে বিভাগের নেতারা বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জড়ো হন। লন্ডন থেকে ভিডিও কলে তাদের সাথে যুক্ত হন তারেক রহমান। বৈঠকে তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের বিভিন্ন নির্দেশনা দিলেও কাউকে গ্রিন সিগন্যাল দেননি বলে জানা গেছে।

এরআগে গত ১৯ অক্টোবর সিলেট বিভাগের ১৯ আসনের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকেও একক প্রার্থী চুড়ান্ত করা হয়নি।

তবে মির্জা ফখরুলের সাথে বৈঠকে ১২৯ জন মনোনয়নপ্রত্যাশী অংশ নিলেও সোমবারের বৈঠকে আর কম সংখ্যক নেতা অংশ নেন বলে জানা গেছে।

বৈঠক সূত্রে জানা যায়, বিএনপির গুলশান কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মী ভীড় করলেও তারেক রহমানের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন সীমিত সংখ্যক নেতা। শুধুমাত্র মনোনয়ন প্রত্যাশীরাই এতে অংশ নেন। সেখানে উপস্থিথ নেতাদের কেউ বক্তব্য দেননি, শুধু তারেক রহমান বক্তব্য রাখেন।

বৈঠকে অংশ নেওয়া সিলেট জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি ও সিলেট-৩ আসনের মনোনয়ন প্রতাশী আব্দুল আহাদ খান জামাল বলেন, বৈঠকে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেছেন, যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। দলেল পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। যিনি মনোনয়ন পাবেন তিনি এলাকায় কোন আনন্দ মিছিল করতে পারবেন না। যারা মনোনয়ন পাবেন না তাদের নিয়ে কাজ করতে হবে। আর যারা মনোয়নবঞ্চিত হবেন তাদেরকে দলে মূল্যায়ন করা হবে।

এই বৈঠকে কাউকেই গ্রিণ সিগন্যাল দেওয়া হয়নি বলে জানান তিনি।

বৈঠক সূত্রে জানা যায়, শীঘ্রই বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে, সবাই আনন্দঘন পরিবেশে ফরম সংগ্রহ করবেন। এরপর তারেক রহমান চূড়ান্তভাবে নির্ধারণ করবেন কে পাবেন ধানের শীষ প্রতীক।

জানা যায়, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সোমবার দ্বিতীয় দিনের মতো ভার্চুয়ালি বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার বিকাল চারটায় বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের বৈঠক শুরু হয়। পরে বিকেল ৬টায় খুলনা ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা বৈঠকে অংশ নেন। রাত ৮টায় ঢাকা বিভাগের মনোনয়নপ্রত্যাশীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে মিলিত হন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে বিজয়ী হতে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। পাশাপাশি ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে মনোনয়নপ্রত্যাশীদের নির্দেশ দেন তিনি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।

বৃষ্টি ঝরতে পারে ৫ দিন, উপকূলে আঘাত হানতে পারে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ণ
বৃষ্টি ঝরতে পারে ৫ দিন, উপকূলে আঘাত হানতে পারে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

সোমবার সন্ধ্যা ছয়টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদফতর আরও বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এছাড়া, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ের একটি প্রভাবিত অঞ্চল উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার প্রভাবে সোমবার সন্ধ্যা থেকে ৫ দিন সারাদেশে বর্ষণের সম্ভাবনা রয়েছে।

নভেম্বরে ক্লোজ নয়, দায়িত্ব হস্তান্তর পর্যন্ত কাজ করবে কেবিনেট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ণ
নভেম্বরে ক্লোজ নয়, দায়িত্ব হস্তান্তর পর্যন্ত কাজ করবে কেবিনেট

উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার।

সোমবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়।

আগামী নভেম্বরের মধ্যেই উপদেষ্টা পরিষদের সংস্কার কার্যক্রম শেষ হবে বলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বরাত দিয়ে গণমাধ্যমে প্রচার হওয়া সংবাদ নিয়ে আপত্তি জানিয়ে এই বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার।

বিবৃতিতে বলা হয়, ‘গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোটার্স অনুষ্ঠানে দেওয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেছেন যা গণমাধ্যমে প্রকাশিত হবার পর কিছুটা বিভ্রান্তি সৃষ্টি করেছে।

বস্তুত, সরকারের গৃহীত সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এটা সঠিক নয়, বরং সংস্কার কার্যক্রম পূর্ণোদ্যমে চলমান থাকবে।

এছাড়া উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করে যাবে এবং উপদেষ্টা পরিষদের বৈঠকও নিয়মিত অনুষ্ঠিত হবে।’

এর আগে গতকাল রোববার ডিআরইউতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বলেন, ‘কমিশন-প্রস্তাবিত আশু করণীয় ২৩টি সুপারিশ পর্যালোচনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৩টি সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। নীতিমালা ও অধ্যাদেশ প্রণয়ন করে এসব সুপারিশ বাস্তবায়ন করতে হবে। কিছু বিষয় উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। নভেম্বরে কেবিনেট ক্লোজ হয়ে যাবে, যা করার আগামী মাসের মধ্যে করতে চাই।’