সিলেটের বিশ্বনাথে রমজানের আগেই বাজারে কৃত্রিম সংকট দেখা দিয়েছে সয়াবিন তেলের! অসাধু ব্যবসায়ীরা বেশি দামে বিক্রির জন্য কৌশলে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখাতে শুরু করেছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরাতন ও নতুন বাজারে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় দুটি গোডাউন মজুদ যাচাই করে বাজারে তেলের এই স্বল্পতা পরিলক্ষিত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।

তিনি অভিযান পরিচালনাকালে ডিলার ও পাইকারি বিক্রেতাদেরকে ‘তেল, ছোলা, ডাল, চিনি, খেজুরসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সঠিক রাখার জন্য নির্দেশনা দেন। এসময় মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মামলার পাশাপাশি ৩ হাজার টাকা জরিমানাও করেন তিনি।

তেলের সংকটের বিষয় জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, স্থানীয় ব্যবসায়ীরা বলছেন সিলেটের পাইকারি ব্যবসায়ীরা তাদেরকে তেলের সংকট দেখাচ্ছেন। ফলে তারা পর্যাপ্ত (চাহিদা) অনুযায়ী তেল বাজারে আনতে পারছেন না। তাই স্থানীয় বাজারে তেলের কৃত্রিম সংকট রয়েছে।