ব্রিটিশ সরকার বাংলাদেশ সফরে যাওয়া সে দেশের নাগরিকদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করায় ক্ষুব্ধ মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ব্রিটিশ নির্দেশিকায় বলা হয়েছে, ‘অতর্কিত জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বাংলাদেশে’। ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার জানিয়েছেন, বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা অমূলক ও ভিত্তিহীন। পাশাপাশি, দেশের কারা বিভাগের ডিজি জানালেন, ৮ অগস্ট ইউনূস সরকার গঠিত হওয়ার পরে এই প্রায় চার মাসে ১১ জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী এবং ১৭৪ জন জঙ্গিকে জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে বিভিন্ন জেল ভেঙে বার করে নেওয়া বন্দিদের মধ্যে অন্তত ৭০০ জন এখনও ধরা পড়েনি। এদের বেশির ভাগই বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্য।