দেশের সড়কগুলোতে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ডাকাতির ঘটনা। যে কারণে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পু

A long drive along the national highway where you can zoom your car. Captured this at noon.

লিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‍“ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত দশটার পরে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটির প্রায় ১৩ কিলোমিটার। এই সড়ক পাহাড় ও চা বাগানবেষ্টিত। যে কারণে মোবাইল নেটওয়ার্ক থাকে না। কেউ বিপদে পড়লেও সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট থাকবে পুলিশের। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাকে বিকল্প রাস্তা হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাবার জন্য বলা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।”