প্রচ্ছদ সিলেট প্রতিদিন

  1. সীমান্তে আজও বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করলো বিজিবি

 

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) ভোরে বিজিবির ৪৮ ব্যাটালিয়নের টহল দলের অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

 

 

 

বিজিবি জানায়, শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকার প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছনাকান্দি,লাফার্জ, নোয়াকোট এবং কালাইরাগ বিওপির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, কমলা, চকলেট, মহিষের মাংস, বিয়ার, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও শিং মাছ জব্দ করতে সক্ষম হয়।

 

 

 

জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় ৭২ লাখ ৩৬ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

 

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত ও চোরাকারবার বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।