কুলাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি পরিবারের ৪জন নির্যাতন করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) বিকেলে উপজেলার গৌরিশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন: গৌরি শংকর গ্রামের মকসুল আলী (৫০), স্ত্রী রায়না বেগম (৪০), মেয়ে সনি বেগম (১৭) ও জনি বেগম (১৯)।
এ ঘটনায় ভুক্তভোগী রায়না বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গরু ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের শাহরুল, হবিব ও হাকিবসহ ১০/১২ জনের একটি গ্রুপ দেশীয় লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করা হয়। তাৎক্ষনিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগীরা জানান, হামলায় সনি বেগমের কোমড়ের হাড় ও মকসুল আলীর এক হাত ভেঙ্গে গেছে। সন্ত্রাসীরা তাদের বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে এবং লুটপাট করেছে।
এ ব্যাপারে কুলাউড়া সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার মো কামরুল হাসান জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে। মামলা রূজু এবং আ
সামী গ্রেফতার করার জন্য ওসিকে বলেছি।