গত বুধবার (১৮ডিসেম্বর) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ট্রান্সপোর্টেশন প্ল্যানিং এন্ড ইমপ্যাক্ট অন ইকোনমি’ শীর্ষক সেশন অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম।

 

মূল বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ট্রান্সপোর্টেশন প্ল্যানার (ওয়াশিংটন স্টেট, ইউ.এস.এ) নাজমুল আলম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি ব্যাবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, এবং একই বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হাকিম

 

অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক পরিকল্পনা গ্রহণ এবং অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে এর কার্যকর প্রভাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস্ট বিজনেস ক্লাব-এর ১ম কার্যকরী কমিটির সভাপতি রাকিব আহমেদ চৌধুরী।