মৌলভীবাজারের কুলাউড়ায় পৌর জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে। রুহুল আমীন রইয়বকে সভাপতি ও মনসুর আহমদ তালুকদারকে সেক্রেটারি মনোনয়ন করে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের লক্ষ্যে গত ৩০ নভেম্বর কুলাউড়া পৌর মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী।
বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলার আমির সহকারী অধ্যাপক আব্দুল মুনতাজিম ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী প্রমুখ।