সিলেট জেলা আন্জুমানে আল ইসলাহের সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নুমান বলেছেন, জাতি হিসাবে আমরা মাথা উচু করে দাঁড়াতে চাই। নীতি আদর্শের মাধ্যমে দ্বীনের খেদমত করার জন্য সকলের প্রতি আহবান জানাই।
শনিবার (৯ নভেম্বর) ফেঞ্চুগঞ্জ উপজেলা আন্জুমানে আল ইসলাহের ত্রি-বার্ষিক সন্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে ফেঞ্চুগঞ্জ উপজেলা আন্জুমানে আল ইসলাহের সাধারণ সম্পাদক কাজী আব্দুল জলিলের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- আন্জুমানে আল ইসলাহের সিলেট জেলার সহ সভাপতি মাওলানা শিহাব উদ্দীন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার সহসভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, কেন্দ্রীয় আল ইসলাহের সদস্য আলমগীর হোসেন, সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও:মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন আন্জুমানে আল ইসলাহেরকেন্দ্রীয় সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ বাবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ। ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সভাপতি কারী মিনহাজ উদ্দীন, উত্তর কুশিয়ারা ইউনিয়নের সভাপতি হাফিজ আসগর আলী, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল জলিল,ঘিলাছড়া ইউনিয়নের সভাপতি সৈয়দ মওসুফ আহমদ, মাইজগাও ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, আন্জুমানে আল ইসলার নেতা আব্দুল হামিদ।
শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন আন্জুমানে আল ইসলাহের উপজেলার সহ সম্পাদক সৈয়দ মওদুদ আহমদ।
সন্মেলন মাওলানা হারুনুর রশীদ কে সভাপতি, কাজী আব্দুল জলিলকে সাধারন সম্পাদক করে ৩৭ সদস্যের কমিটি গঠন করা হয়।