ফ্রিডম সিলেট

সিলেটে প্রবাসীর বাড়িতে ডা কা তি

প্রতিবেদক: অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৪ | ১০:১০ অপরাহ্ণ
QR Code

সিলেট মহানগরীর ৪১ নং ওয়ার্ডের পশ্চিমভাগ আবাসিক এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা ৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।

 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে পশ্চিমভাগ আবাসিক এলাকার আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আনোয়ারের নয় ভাইয়ের মধ্যে কয়েকজন প্রবাসী বলে জানা গেছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় প্রবাসী পরিবারের পক্ষ থেকে থানা একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাত চারটার দিকে আনোয়ারের বাড়িতে ডাকাতরা হানা দেয়। ঘরের পেছনের গ্রিল ও দরজা ভেঙে আনোয়ার ও তার শ্যালক কামরুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে দেড় ভরি সোনা, নগদ ৮ লাখ টাকা, একটি মোটরসাইকেল, আই-ফোনসহ ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছে থানাপুলিশ ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট- সিআইডি।

সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ, প্রকাশক : কামরান আহমদ, সম্পাদক মন্ডলীর সভাপতি: সালেহ আহমদ কপিরাইট © ফ্রিডম সিলেট, সর্বসত্ত্ব সংরক্ষিত
🖨️ প্রিন্ট করুন ← মূল পাতায় ফিরে যান