রেজাউল        করিম          সুবেদ :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটের সময় তাকে আটক করে বিজিবির টহল দল।

আটক মো. নুরুল গণি (২২) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বেড়িগাঁও গ্রামের মো. সাদেক মিয়ার ছেলে।

আটকের পর মো. নুরুল গণি বিজিবিকে জানায়, গার্মেন্টসের কাজের জন্য ভারতের কাশ্মিরে যাওয়ার জন্য মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল।

ঐ সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৫ এর কাছ থেকে ওই যুবককে আটক করা হয়েছে। আটক করার পরে, তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।