র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অভিযানে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ ১
জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে এসব মাদক জব্দ করে র্যাব।
আটত ব্যক্তির নাম, জালাল মিয়া (২৪)। তিনি সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীরনগর ইউপির বড়ইতলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
র্যাব-৯ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ বোতল বিদেশী মদ ও বিয়ারসহ জালাল মিয়াকে (২৪) আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর মাধ্যমে ব্যক্তি ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫