২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শতাধিক ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করেছে শ্রীধরা জনমঙ্গল সমিতি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় শ্রীধরা কমিউনিটি সেন্টারে শ্রীধরা জনমঙ্গল সমিতি কতৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তারিকুল ইসলাম বলেন, দেশের মানবসম্পদের শ্রেষ্ঠ অংশ হচ্ছে যুবসমাজ। আজ সেই যুবকেরাই সংবর্ধনা পাচ্ছে, তারাই শ্রীধরা গ্রাম তথা বাংলাদেশের অগ্রগতির পথে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করবে। এই উত্তর-প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি জ্ঞান দিয়ে, সাহস দিয়ে মানবহিতৈষী কার্যক্রমে উৎসাহ দেয়া বর্তমান পূর্বসূরীদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানের বক্তাগন আশাবাদ ব্যক্ত করে বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে উত্তর-প্রজন্মকে বাঁচাতে উদার ও নৈতিকতা সম্পন্ন বিবেকবান মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউ.কে সভাপতি ও রেডব্রিজ লন্ডন বরো, ইউ.কে’ কাউন্সিলর কবির মাহমুদ। যুক্তরাষ্ট্রস্থ সানি ডাউনস্টেট স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ইউনিভার্স এর এমডি ডাঃ মাফুজুর রহমান(খালেদ)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শামছ উদ্দিন, দাসউরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আতাউর রহমান, কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম।
শ্রীধরা জনমঙ্গল সমিতির সভাপতি মোঃ খছরুজ্জামান খছরু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গুলজার আহমদ রাহেল ও সহসাধারণ সম্পাদক রাশেদ খান নাবিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীধরা জনমঙ্গল সমিতির উপদেষ্টা আহমদ মহসিন বাবর, যুক্তরাজ্য কমিউনিটি ব্যক্তিত্ব আসিক আহমদ পুতুল, সমাজসেবক আব্দুস সবুর, রাজনীতিবিদ আবু নাসের পিন্টু, শ্রীধরা জনমঙ্গল সমিতির হিসাব নিরীক্ষক মো: নজমুল হোসেন, সাবেক কাউন্সিলর হাফিজ এমাদ আহমদ, সাংবাদিক আমিনুল হক দিলু।
ক্বারী মাওলানা শুয়াইব আহমদ এর কোর আন তেলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আবু বক্কর আবু, আপ্তাব আলী, মো: আনছার আলী, মজিদ বক্ত,সমিতির সহ সভাপতি আব্দুল জলিল বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান, সহ সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষা সম্পাদক জামিল হোসেন, সহ স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক মোঃ ছরওয়ার হোসেন (সেবুল), শিল্প ও কৃষি সম্পাদক ফখরুল ইসলাম (মাছুম), সহ শিল্প ও কৃষি সম্পাদক সুলতান আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রউফ, সহ দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক রুহুল আলী জিল্লু প্রমুখ।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫