ব্রিটিশ সরকার বাংলাদেশ সফরে যাওয়া সে দেশের নাগরিকদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়ে নির্দেশিকা জারি করায় ক্ষুব্ধ মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ব্রিটিশ নির্দেশিকায় বলা হ
য়েছে, ‘অতর্কিত জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বাংলাদেশে’। ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বুধবার জানিয়েছেন, বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা অমূলক ও ভিত্তিহীন। পাশাপাশি, দেশের কারা বিভাগের ডিজি জানালেন, ৮ অগস্ট ইউনূস সরকার গঠিত হওয়ার পরে এই প্রায় চার মাসে ১১ জন শীর্ষস্থানীয় দুষ্কৃতী এবং ১৭৪ জন জঙ্গিকে জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আর ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে বিভিন্ন জেল ভেঙে বার করে নেওয়া বন্দিদের মধ্যে অন্তত ৭০০ জন এখনও ধরা পড়েনি। এদের বেশির ভাগই বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সদস্য।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫