সিসি ক্যামেরার আওতায় থাকা সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমের মূল্যবান ঔষধ ও মেশিন চুরি হলেও হাসপাতাল কর্তৃপক্ষ ওই চুরির ঘটনায় চুরি হওয়ার প্রায় ৫ দিন পর থানায় মামলা না করে, একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন বিল্ডিংয়ে অবস্থিত স্টোর রুমের কড়া ভেঙ্গে চুরি হয়েছে। তবে রুমের দরজার কড়া থাকা তালা অক্ষত ছিল। আর ওই স্টোর রুমে কয়েক লক্ষাধিক টাকার বিভিন্ন জাতের ঔষধ থাকলেও চুরি হয়েছে শুধুমাত্র প্রায় ১২ হাজার টাকা মূল্যের ডায়াবেটিসের (ম্যাটফরমিন ট্যাবলেট) ঔষধ ও ১২ হাজার টাকা মূল্যের ২টি অত্যাধুনিক ডিজিটাল বিপি মেশিন’সহ প্রায় ৫০-৬০ হাজার টাকার মালামাল। এদিকে চুরির সংগঠিত হওয়ার সঠিক দিন-তারিখ না জানলেও ধারণা করা হচ্ছে গত ২৮-৩০ নভেম্বর তারিখের মধ্যে যেকোন একসময় ওই চুরির ঘটনা সংগঠিত হয়েছে।
এদিকে সিসি ক্যামেরার আওতাধীন থাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ ও যন্ত্রপাতি চুরির ঘটনায় উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে গত ১১ নভেম্বর উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী উপ-স্বাস্থ্য কেন্দ্রও চুরি হয়। সেখান থেকে প্রতিটি রুমের ফ্যান, লাইট’সহ বৈদ্যুতিক সরঞ্জামাদি, বাথরুমের ফিটিং টেপ’সহ সকল মালামাল, বিভিন্ন ধরণের ঔষধ সামগ্রী এবং চিকিৎসার যন্ত্রপাতি’সহ প্রয়োজনীয় মালামাল চুরি হয়েছে বলা জানা গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ব্যাপারে শনিবার (৭ ডিসেম্বের) সকালে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন বিল্ডিংয়ের ফ্যামেলী প্লানিংয়ের ঔষধ ছিল। গত ২৮-৩০ নভেম্বর যেকোন একসময় সেখান থেকে শুধু ডায়াবেটিসের (ম্যাটফরমিন ট্যাবলেট) কিছু ঔষধ ও দুটি ডিজিটাল বিপি মেশিন’সহ প্রায় ৫০-৬০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়েছে। এসময় তিনি আরও জানান, গত ৪ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন নিরাপত্তা প্রহরী নেই।
চুরির ঘটনায় থানায় জিডি দায়েরের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই পান্না লাল দেব বলেন, স্টোর রুমে ছোট একটি তালা দেয়া ছিল। তবে তালা না ভেঙ্গে তালা দেয়া কড়া খুলে চুরি করা হয়। আর ওই স্টোর রুমে অনেক ঔষধ ছিল।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম থেকে ঔষধ ও মালামাল চুরি হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। যার তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫