পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সিলেট
মহানগরের হকাররা তাদের জন্য নির্ধারিত লালদিঘীরপাড় হকার মার্কেট ছেড়ে সড়কে বসে পড়েন। এতে পথচারী মানুষের ভোগান্তির শেষ নেই। সিটি করপোরেশন, মহানগর পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিলেও কাজ হয়নি। তবে এবার লালদিঘীরপাড় মাঠে হকার ধরে রাখতে নতুন উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, বন্দরবাজারের নগরভবন ও কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের পেছনে অবস্থিত লালদিঘীরপাড় হকার মার্কেটে সম্প্রতি যাতায়াতের সুবিধার জন্য কুদরত উল্লাহ মার্কেট ও সিটি মার্কেট কর্তৃপক্ষ তাদের একাধিক দোকানকোঠা ভেঙে রাস্তা প্রশস্ত করে দিয়েছেন। এতে সরাসরি যাওয়া যাবে সেখানে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, এই উদ্যোগটি অস্থায়ীভাবে নেওয়া হয়েছে। সার্বিক বিষয় ও এর সুফল বিবেচনা করে স্থায়ী উদ্যোগ নিতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।
পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগরভবনের কার্যক্রম। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান (লালদীঘিরপাড় অস্থায়ী হকার মার্কেট) ছেড়ে ফের রাস্তায় বসে পড়েন। এতে তৈরি হয় রাস্তায় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এমন পরিস্থিতে সিসিকের প্রশাসকের দায়িত্ব পান সিলেটের বিভাগীয় কমিশনার। এরপর থেকেই গতি আসে সিসিকের কার্যক্রমে। শুরু হয় ফুটপাত, সড়ক হকারমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের তৎপরতা।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫