সিলেট বিভাগের আরেক ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার করেছে পুলিশ। এবার সুনামগঞ্জের ছাতকের আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
বুবুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।
আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের পুত্র ও দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
আবু বক্কর সিদ্দিক দক্ষিণ খুরমা ইউনিয়নের সেনপুর গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে। তিনি দক্ষিণ খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার একটি মামলায় ছাতক উপজেলা পরিষদের ইউএনও এর তত্ত্বাবধানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যানকে সুনামগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫