সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে তাকে উপজেলা পরিষদ থেকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।
এর আগেও দক্ষিণ সুরমার মোগলাবাজার, গোলাপগঞ্জের লক্ষানাবান ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ আরও কয়েকজন চেয়ারম্যানকে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়।
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫