রেজাউল করিম সুবেদ: বেশ কয়েক দিন যাবত ভারতীয় পন্য সামগ্রিই অবৈধ ভাবে দেশের সিলেটের ভিন্ন রোডে চোরা কারবারিরা পন্য ঢুকানোর ক্ষেত্রে মরিয়া হয়ে উঠেছে। গত রাতে সিলেটর মহানগরীর সুরমা গেইট এলাকা ফ্রিডম সিলেটের বিশেষ তথ্যার মাধ্যমে দুই ট্রাক ভারতীয় ‘বুঙ্গার’ চিনি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে শাহপরাণ থানাপুলিশ চিনিভর্তি ট্রাক দুটি আটক করেন। এসময় আটক করা হয় ৩ জনকে।
পুলিশ আমাদের জানায়, দুই ট্রাকে ৪৩০ বস্তা ভারতীয় চিনি ছিল। জব্দকৃত চিনির বাজার মূল্য প্রায় ২৫ লাখ ২৮ হাজার ৪০০ টাকা।
সিলেটের গোলাপগঞ্জ থানার নুরপুর দরগাবাজারের আখলাছ আলীর ছেলে মো. হোসেন আহমদ (২৫), কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের হাফিজ আবদুল কুদ্দুছের ছেলৈ কাওছার আহমদ (৩৫) ও একই উপজেলার দুলাই নয়ামাটি গ্রামের সুরুজ আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (৪৫)।
তবে, তাদের মুল হোতাদের ধরার জন্য কী তাদের কোন আগ্রহ রয়েছে? জনগণের প্রশ্ন কবে বন্ধ হবে ভারতীয় পণ্য অবৈধ ভাগে দেশে ঢুকা?
তবে কী বিশেষ কোন মহলের হাত রয়েছে বর্ডার পার করার ক্ষেত্রে?
সম্পাদক : আবু সালেহ মোঃ ইউসুফ
প্রকাশক : কামরান আহমদ
উপদেষ্টা : সালেহ আহমদ
ফিডম সিলেট - @ কপিরাইট | ২০২৫